আল আকসা মসজিদ নিয়ে দ্বন্দ্ব ও সংঘাতের জায়গায় পরিণত হতে পারে বলে ইসরাইলকে সতর্ক করে দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্বাস।
জেরুজালেমে মসজিদে আকসা কমপাউন্ডের ভেতরে প্রার্থনা করতে দেয়ার ব্যাপারে ডানপন্থী ইহুদিদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আব্বাস বলেন, 'চলমান রাজনৈতিক সংঘাত ধর্মীয় সংঘাতে রূপ নিচ্ছে।'তিনি বলেন, 'আমাদের রাজনৈতিক ব্যাপারে আলোচনা করা উচিত, ধর্মীয় ব্যাপারে নয়।'
রামাল্লায় এক বক্তৃতায় আব্বাস ইসরাইলকে সতর্ক করে দিয়ে এসব কথা বলেন।
আব্বাস বলেন, 'এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এখানে আছে সন্ত্রাসবাদ, ধর্মীয় সংঘাত ও সহিংসতা। আমাদের সন্তানদের রক্ত দিয়ে যার মূল্য দিতে হচ্ছে।'
মোহাম্মাদ আব্বাস এমন সময় এ মন্তব্য করলেন যখন পশ্চিম তীরে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরাইলি বাহিনী সংঘর্ষে লিপ্ত হয়েছে। এছাড়া আল-আকসা মসজিদ গ্রাউন্ডে ইহুদিদের জন্য প্রার্থনার ব্যবস্থা করে সেখানকার স্থিতাবস্থা তুলে নেয়ার চিন্তা করছে ইসরাইল।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৪/জান্নাত