রাজধানীর চকবাজারে বেগম বদরুন্নেসা মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের বাংলার ছাত্রী সাবিনা ইয়াসমিন (২২) নামে ছাত্রদলের এক নেত্রীকে পিটিয়েছেন ছাত্রলীগের নেত্রীরা। গতকাল সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর গুরুতর আহত সাবিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেছেন তার সহপাঠীরা। বেগম বদরুন্নেসা মহিলা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ ্পাদক নাদিয়া পাঠান পাপন জানান, সাবিনা পুরনো হলের ৩০৪ নম্বর রুমে থাকতেন। গতকাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক লীজার নেতৃত্বে রিমাসহ ১০ থেকে ১২ জন ছাত্রী রুমে ঢুকে সাবিনাকে বেধড়ক পেটাতে থাকেন। তারা সাবিনার পেটে লাথি মারেন। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। সাবিনা ইয়াসমিন হলের যুগ্ম সম্পাদক পদপ্রার্থী বলে জানান তিনি। নাদিয়া অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে ছাত্রলীগের অনুষ্ঠানে হলের শিক্ষার্থীদের যেতে বাধ্য করেন ছাত্রলীগের নারী নেত্রীরা। না হলে তাদের হলে থাকতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। ছাত্রলীগের অনুষ্ঠানে যেতে রাজি না হওয়ায় আজ তারা এ হামলা করেছেন।