বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

বিজেপিতে যোগ দিলেন সংগীতশিল্পী কুমার শানু

বিজেপিতে যোগ দিলেন সংগীতশিল্পী কুমার শানু

ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করলেন বিশিষ্ট সংগীতশিল্পী কেদারনাথ ভট্টাচার্য ওরফে কুমার শানু। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগদান করেন। সংবাদ সম্মেলনে শানু বলেন, 'আমি মোদির খুব ভক্ত। তার কাজ করার ধরনও আমাকে মুগ্ধ করেছে। মোদিজির সঙ্গে নিজেকে যুক্ত করে আরও বেশি করে সমাজসেবার কাজ করতে পারব বলে মনে হয়।' শানু বলেন, 'পশ্চিমবঙ্গের ক্যানিংয়ে গরিব শিশুদের জন্য আমি একটি স্কুল তৈরি করেছি, আমি চাই মোদিজিও এই প্রচেষ্টাকে সাহায্য করুন।' শানুর মতে, মোদিই একমাত্র ব্যক্তি যিনি এই দেশকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারেন। ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন আরেক বিশিষ্ট সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়। বিজেপিতে যোগ দিয়েছেন সংগীতশিল্পী-সুরকার বাপ্পি লাহিড়ীও। উল্লেখ্য, কলকাতায় জন্মগ্রহণ করা এবং বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যে স্নাতক কুমার শানু প্রয়াত সংগীতশিল্পী কিশোরকুমারের বড় ভক্ত ছিলেন। শানুর গানের মধ্যে কিশোরের ছায়া দেখা যেত। ১৯৮৬ সালে বাংলা ছবি 'তিনকন্যা'য় গান দিয়ে ছবির গানের জগতে প্রবেশ করেন তিনি। এরপর মুম্বাইয়ের প্রসিদ্ধ গজলসম্রাট জগজিৎ সিং তাকে হিন্দি ছবিতে গানের সুযোগ করে দেন।

 

 

 

সর্বশেষ খবর