বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬ ০০:০০ টা

আল্পস ফুঁড়ে তৈরি হলো দীর্ঘতম রেল সুড়ঙ্গ

আল্পস ফুঁড়ে তৈরি হলো দীর্ঘতম রেল সুড়ঙ্গ

উদ্বোধনের পর জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট জন স্নেইডার অ্যামান —এএফপি

ইউরোপের বৃহৎ পর্বত আল্পস সুড়ঙ্গ করে তৈরি করা হলো বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেলপথ। এই সুড়ঙ্গ রেলপথের দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার। মঙ্গলবার এর উদ্বোধন হয়। গটহার্ড বেস নামে এই সুড়ঙ্গের নকশা তৈরি হয়েছিল প্রায় ১৯৪৭ সালে। নকশা তৈরির প্রায় ৭০ বছর পর উদ্বোধন হলো এই রেল সুড়ঙ্গের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও বেনজির, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট জন স্নেইডার প্রমুখ। আল্পসের পেটের ভিতর দিয়ে ছুটে চলা এই সুড়ঙ্গটি সুইজারল্যান্ডের উরি এলাকা থেকে দক্ষিণ টিসিনো ক্যান্টন পর্যন্ত বিস্তৃত। মঙ্গলবার প্রথমবারের জন্য একটি ট্রেনকে আনুষ্ঠানিকভাবে এই সুড়ঙ্গের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত চালানো হয়। এ বছরের শেষের দিকে গটহার্ড বেস দিয়ে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই রেলপথের কারণে সুইজারল্যান্ডের জুরিখ এবং ইতালির মিলানের দূরত্ব অনেক কমে যাবে। এখন রেলপথে জুরিখ থেকে মিলান পৌঁছতে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা। সুড়ঙ্গ দিয়ে এই সময় লাগবে এক ঘণ্টারও কম সময়। কিন্তু এমন সুড়ঙ্গ তৈরি করতে ৭০ বছর সময় কেন নিল সুইজারল্যান্ডের মতো উন্নত দেশ? কারণ হিসেবে বলা হচ্ছে, আমলাতান্ত্রিক নানা ঝামেলার জন্য আটকে ছিল এর ছাড়পত্র। এএফপি

সর্বশেষ খবর