মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

উ. কোরিয়ায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ

উত্তর কোরিয়ার মাঝারি পাল্লার একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ হয়েছে। দেশটির সর্বশেষ পরীক্ষা চালানো এ ক্ষেপণাস্ত্র উেক্ষপণের পরপরই বিস্ফোরিত হয়। গতকাল দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী একথা জানায়। উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুসং নগরীর একটি বিমান ঘাঁটির কাছ থেকে শনিবার দুপুরের পরপরই মুসুদান ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এএফপি।

সর্বশেষ খবর