শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ইংলিশ চ্যানেলে রুশ রণতরীর বহর

———— নাখোশ ব্রিটেন

ইংলিশ চ্যানেলে রুশ রণতরীর বহর

রাশিয়ার পরমাণু শক্তিচালিত রণতরী ও যুদ্ধবিমানবাহী রণতরীর বহর নর্থ সিতে পৌঁছেছে। গতকাল এগুলো ইংলিশ চ্যানেল পার হয়ে সিরিয়ার উদ্দেশে ভূমধ্যসাগরের দিকে যাত্রা করার কথা। এ ঘটনায় সতর্ক অবস্থান নিয়েছে ব্রিটিশ নৌবাহিনী। এদিকে মস্কোর সঙ্গে পাশ্চাত্যের সামরিক জোট ন্যাটোর ক্রমবর্ধমান টানাপড়েনের মধ্যে একে রুশ বাহিনীর ‘শক্তি প্রদর্শন’ বলে মন্তব্য করা হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নৌবহরে রুশ ফ্ল্যাগশিপ বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজেনেসাভ রয়েছে। স্থানীয় সময় দুপুরের দিকে এ বহর ইংলিশ চ্যানেল অতিক্রম করার কথা। ব্রিটিশ প্রতিরক্ষমন্ত্রী মাইকেল ফ্যালন বলেছেন, ব্রিটেনের নিরাপত্তার জন্য রুশ নৌবহরের প্রতিটি পদক্ষেপের ওপর নজরদারি করা হবে। এর জন্য ডেস্ট্রয়ার এইচ এম এস ডানকান ও ফ্রিগেট এইচ এম এস রিচমন্ড রুশ নৌবহরের পিছু পিছু নজর রেখে আসছে। বিবিসি।

সর্বশেষ খবর