শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মার্কিন নির্বাচনে ভোট পুনর্গণনার দাবি

তহবিলের লক্ষ্য ৪৫ লাখ ডলার

মার্কিন নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার আবেদন জানাতে যাচ্ছেন। এ তিনটি অঙ্গরাজ্য হলো মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিন। তিনটিতেই জিতেছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুনর্গণনার জন্য প্রয়োজনীয় প্রায় ২০ লাখ ডলার সংগ্রহে তিনি অনলাইনে আবেদন জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই ওই অর্থ সংগৃহীত হয়ে যায়। তবে এ অর্থ দিয়ে শুধু উইসকনসিনের ভোট পুনর্গণনার খরচ মেটানো যাবে। বাকি দুই রাজ্য মিশিগান ও পেনসিলভানিয়ার ভোট পুনর্গণনার খরচ মেটাতে তহবিলের আকার ৪৫ লাখ ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে তত্পরতা অব্যাহত আছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ওই পরিমাণ অর্থ সংগৃহীত হয়। এর আগে বুধবার জিল স্টেইনের প্রচারণা শিবিরের পক্ষ থেকে জানানো হয়, তিনি ভোট পুনর্গণনার আবেদনের প্রস্তুতি নিচ্ছেন। ওই তিনটি রাজ্যে ভোটে কারচুপি হয়েছে বা ভোট হ্যাকড হয়েছে এমন অভিযোগের পরই তহবিল সংগ্রহের তত্পরতা শুরু হয়। উইসকনসিনে ভোট পুনর্গণনার লক্ষ্যে আবেদনের মেয়াদ আজ শেষ হচ্ছে। তবে অপর দুই অঙ্গরাজ্যে আরও কয়েকদিন সময় পাওয়া যাবে। সিএনএন।

সর্বশেষ খবর