শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

৮ সেনা নিহত

মিসরের একটি তল্লাশি চৌকিতে গাড়িবোমা হামলায় অন্তত আট সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির উত্তরে সিনাই অঞ্চলে এ হামলা হয়েছে। তাত্ক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এই চোরাগোপ্তা হামলায় অন্ততপক্ষে ১২ সেনা আহত হয়েছে। সেনাবাহিনী পাল্টা আঘাত হানলে তিন হামলাকারী নিহত হয়েছে। অন্যরা পালিয়ে গেছে। বিবিসি।

গণকবর থেকে ৩২ লাশ

মেক্সিকোর একটি গণকবর থেকে ৩২টি লাশ ও ৯টি মাথা উদ্ধার করা হয়েছে। লাশগুলোর মধ্যে ৩১টি পুরুষের এবং একটি নারীর। লাশগুলোর ডিএনএ পরীক্ষার জন্য রাজধানীতে পাঠানো হয়েছে। বিবিসির খবরে বলা হয়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতাপ্রবণ অঞ্চল গুয়েরেরো প্রদেশের একটি শহর থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।

অভিবাসীদের আগুন

গ্রিসের লেসবোস দ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী ও ছয় বছরের এক শিশু নিহত হওয়ার পর বৃহস্পতিবার একটি আশ্রয় শিবিরে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ অভিবাসন প্রত্যাশীরা। পুলিশ জানায়, ৬৬ বছর বয়সী ওই নারী রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে দুই জনের প্রাণহানি ঘটে। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর