বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
নির্বাচনে অতিরিক্ত ব্যয়

বিচারের মুখোমুখি সাবেক ফরাসি প্রেসিডেন্ট

বিচারের মুখোমুখি সাবেক ফরাসি প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগের এক মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১২ প্রেসিডেন্ট নির্বাচনের সময় বৈধ সীমা ছাড়িয়ে সারকোজির দল ১৮ মিলিয়ন ইউরো বেশি খরচ করেছিল। এ তথ্য গোপনও রেখেছিল তার দল ইউএমপি। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন সারকোজি। নির্বাচনে অতিরিক্ত ব্যয়ের মামলাটি ‘বিগমালিয়ন স্ক্যান্ডাল’ নামে পরিচিত। অতিরিক্ত ব্যয়ের ব্যাপারে সারকোজি অবগত ছিলেন কিনা এ বিষয়টিই মামলায় গুরুত্ব পাবে। সারকোজি ছাড়াও আরও ১৩ জন বিচারের মুখোমুখি হচ্ছেন। বিবিসি।

সর্বশেষ খবর