শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জার্মানি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

জার্মানি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন প্রথমবারের মতো  জার্মানী সফরে গেলেন। সফরকালে তিনি জি২০  নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া দ্বিপক্ষীয়  বৈঠক করবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও। এসব বৈঠকে আফ্রিকার সঙ্গে সম্পর্কোন্নয়ন, ন্যাটোর কর্মকাণ্ড ও বাজেট ব্যবস্থাপনা, রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে সহযোগিতার মাত্রা বৃদ্ধিসহ নানা ইস্যু গুরুত্ব পাবে। তবে গণমাধ্যমের নজর থাকবে টিলারসন-লাভরভ  বৈঠকের দিকেই। কেননা এবারের মার্কিন নির্বাচনে রুশ প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। এমনকি রুশ প্রেসিডেন্ট পুতিনের সহায়তায় ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ক্ষমতায় বসেছেন, এমন কথাও শোনা গেছে। বিবিসি।

সর্বশেষ খবর