শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের হুমকির কাছে মাথানত নয়

------ ইসি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের হুমকির কাছে মাথানত নয়

ন্যাটোতে প্রতিরক্ষা ব্যয় না বাড়লে এ জোটে যুক্তরাষ্ট্রের সমর্থন কমিয়ে দেওয়ার হুমকির কাছে মাথানত না করার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জেন-ক্লদে জাঙ্কার। বৃহস্পতিবার জার্মানির মিউনিখে চলমান এক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ইউরোপের প্রতি এ সতর্কতা দেন জেন-ক্লদে জাঙ্কার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই ন্যাটো জোটে ইউরোপীয় দেশগুলো সামরিক ব্যয় না বাড়ালে তাদের জন্য নিরাপত্তা সুরক্ষা কমানোর হুমকি দেন। জোটটিতে যুক্তরাষ্ট্রই ৭০ শতাংশ তহবিলের যোগান দেয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বুধবার ন্যাটোর মিত্রদেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সুরক্ষা ঠিকমত পেতে হলে তাদেরকে সামরিক ব্যয় বাড়াতে হবে। এরই প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট জাঙ্কার ওই কথা বলেন।’ টেলিগ্রাফ

সর্বশেষ খবর