শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

এবার দক্ষিণ চীন সাগরে যুদ্ধবিমান ও ফ্রিগেট পাঠাল চীন

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজের চলাচল প্রতিহত করতে দুটি যুদ্ধবিমান, একটি হেলিকপ্টার ও একটি গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট পাঠিয়েছে চীন। মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস চ্যাফি দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জের ১৬ নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিল দেশটি। চীনসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশ দক্ষিণ চীন সাগরের বিতর্কিত কয়েকটি দ্বীপের মালিকানা দাবি করে আসছে। তবে অধিকতর শক্তিশালী চীন বিতর্কিত সমুদ্র এলাকাগুলো কেবল তাদের বলেই জোরালো অবস্থান নিয়েছে। ফলে দেশগুলোর সঙ্গে তাদের এক ধরনের বিরোধ চলছে। ওয়াশিংটন সেখানকার আন্তর্জাতিক জলসীমায় মাঝে মধ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুয়িং দক্ষিণ চীন সাগরে মার্কিন ডেস্ট্রয়ারের আচরণকে চীন ও  আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

 

সর্বশেষ খবর