মালদ্বীপে সহসাই কাটছেনা রাজনৈতিক সংকট। আন্তর্জাতিক উদ্বেগ-উৎকণ্ঠাকে পাশ কাটিয়ে চলমান জরুরি অবস্থার মেয়াদ আরও ৩০ দিন বাড়ানোর অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। মঙ্গলবার পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা কমিটি এক রুদ্ধদার বৈঠকে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের জরুরি অবস্থার ডিক্রি অনুমোদন করে এর মেয়াদ বাড়ানোর অনুরোধ করে। এদিকে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোয় প্রতিবেশী দেশ ভারত গভীর হতাশা প্রকাশ করেছে। গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উদ্বেগ ও হতাশা প্রকাশ করে। বিবৃতিতে আরও বলা হয়, ‘গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও স্বচ্ছভাবে কাজ করার অনুমতি দেওয়া নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।’ অন্যদিকে বিরোধীদলীয় এমপিরা এ ভোটকে অসাংবিধানিক আখ্যা দিয়ে ভোট বয়কট করেছে। তাদের অভিযোগে ক্ষমতাসীন দল পার্লামেন্টে ডিক্রি অনুমোদনের জন্য কোরামের উপস্থিতি ছাড়াই জরুরি অবস্থার অনুমোদন দিয়েছে। জরুরি অবস্থার নতুন মেয়াদ শেষ হবে ২২ মার্চ। ৮৫ আসনের পার্লামেন্টে ইয়ামিনের দল বর্তমানে সংখ্যাগরিষ্ঠ। তবে ১২ এমপি নিজের দলের সদস্য ফ্লোর ক্রসিংয়ের মাধ্যমে প্রেসিডেন্টের অভিশংসন প্রস্তাবে বিরোধী দলের পক্ষে যোগ দিতে চাইলে তাদের বরখাস্ত করেছিলেন ইয়ামিন। ইয়ামিনের কার্যালয় তাত্ক্ষণিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে সোমবার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছিল, মালদ্বীপের জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে এবং দেশটির সাংবিধানিক সংকটের সমাধান এখনো হয়নি। এর আগে আদালত-সরকার দ্বন্দ্বের জেরে ৫ ফেব্রুয়ারি ইয়ামিন দেশে ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেন। টাইমস অব ইন্ডিয়া।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ