বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
অস্ত্র নিয়ন্ত্রণ আইন

আন্দোলনে আশার আলো দেখল শিক্ষার্থীরা

ফ্লোরিডায় এক সপ্তাহ পেরিয়ে গেছে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যার। তবে এ ঘটনা আমেরিকানদের বহুদিনের দাবি অস্ত্র নিয়ন্ত্রণ দাবিকে সফল করা। ওই ঘটনার পর অস্ত্রের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলছে আমেরিকায়। নেতৃত্বে স্কুলের ছাত্র-ছাত্রীরা। আন্দোলনের সামনে সামান্য হলেও মাথা নোয়াতে বাধ্য হয়েছে মার্কিন প্রশাসন। এতদিন ধরে রাজনীতিকরা যা করে উঠতে পারেননি, ফ্লোরিডার স্কুলের ছাত্র-ছাত্রীরা তা করে দেখাতে পারছে। তাদের বক্তব্য, রাজনীতিকরা তাদের বক্তব্যে সাড়া না দেওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না। মার্কিনমুলুকে বন্দুকধারীর হামলা নতুন কিছু নয়। প্রায়ই শিক্ষা প্রতিষ্ঠানে এমন হামলার ঘটনা ঘটে। গত সপ্তাহে ফ্লোরিডায় যে ঘটনা ঘটেছে, তা তেমনই এক বিষয়। সাধারণত এ ধরনের ঘটনা ঘটলে প্রশাসনের তরফ থেকে দুটি কাজ করা হয়। এক, রাজনীতিকরা ঘটনার নিন্দা করেন এবং ছাত্ররা যাতে সুরক্ষিত থাকেন, সে বিষয়ে আইন তৈরির আশ্বাস দেন। দুই, ঘটনার কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেওয়া হয়, অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ অর্থাৎ, অস্ত্রের খোলাবাজার ঘটনার জন্য দায়ী নয়, দায়ী অভিযুক্তের মানসিক অস্থিতিশীলতা। প্রতিবারই ঘটনার পর সামান্য কিছু প্রতিবাদ হলেও সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সবাই তা ভুলে যান। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর