শনিবার, ২৩ জুন, ২০১৮ ০০:০০ টা

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার-সংক্রান্ত মামলায় গত বৃহস্পতিবার সারা নেতানিয়াহুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। তার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সাবেক উপ-মহাপরিচালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দেশটির বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সারা নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর প্রতারণার পাশাপাশি বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুসারে, সারা নেতানিয়াহু ও এক কর্মকর্তা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ক্যাটারিং সার্ভিসের নামে প্রায় এক লাখ মার্কিন ডলার সমপরিমাণ রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার করেছেন। সারা নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। বেনিয়ামিন নেতানিয়াহুও দাবি করেছেন, তার স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ উদ্ভট। সারা নেতানিয়াহুর আইনজীবীরা তাদের মক্কেলকে অভিযুক্ত করার পদক্ষেপকে অযৌক্তিক ও বিভ্রম হিসেবে বর্ণনা করেছেন। জেরুজালেম জেলা অ্যাটর্নি দফতর বলেছে, মামলার সব তথ্যপ্রমাণ ও পারিপার্শ্বিকতা যাচাই-বাছাই করেই দুজনকে অভিযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

 —বিবিসি অনলাইন

সর্বশেষ খবর