সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাত দশক পর বামপন্থি প্রেসিডেন্ট পেল মেক্সিকো

সাত দশক পর বামপন্থি প্রেসিডেন্ট পেল মেক্সিকো

মেক্সিকোতে গত সাত দশক পর প্রথমবারের মতো বামপন্থি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। শনিবার দেশটির সংসদে এক অনুষ্ঠানে শপথ গ্রহণের মাধ্যমে ইতিহাস গড়ে প্রেসিডেন্ট হলেন তিনি। মেক্সিকো শহরের সাবেক এই মেয়র শনিবার তার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিশ্রুতি দেন দরিদ্র ও প্রান্তিক মানুষের পক্ষে কাজ করে দুর্নীতি এবং শাস্তি মওকুফের মাধ্যমে দেশকে নতুনভাবে ঢেলে সাজাবেন। নবনির্বাচিত ৬৫ বছর বয়সী এই প্রেসিডেন্ট তার নামের সংক্ষিপ্ত নাম ‘আমলো’ নামেই সবার কাছে পরিচিত। তিনি তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে চলতি বছরের জুলাইয়ে বিপুল ভোটে জয়ী হন। সংখ্যাগরিষ্ঠ ৫৬ শতাংশ ভোট পেয়ে ছয় বছরের জন্য নির্বাচিত হয়েছেন প্রবীণ এই রাজনীতিবিদ। তার পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো মাত্র ২৪ শতাংশ ভোট পেয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডর উত্তরাধিকার সূত্রে পাওয়া পররাষ্ট্রনীতি বিষয়ে কি করেন এটাই এখন দেখার বিষয়। কেননা এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সংলগ্ন মেক্সিকো সীমান্তে মধ্য আমেরিকা থেকে আসা লাখ লাখ অভািবাসী আশ্রয়ের জন্য আটকা পড়ে আছেন। এএফপি

সর্বশেষ খবর