বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কেনিয়ায় হোটেলে জঙ্গি হামলা নিহত ১৪, উদ্ধার ৭০০

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি হোটেলে জিম্মির ঘটনা ঘটে। পরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জিম্মিকারীরা নিহত হয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা। তিনি বলেন, সব হামলাকারীকে হত্যা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৭০০ জিম্মিকে। বন্দুকধারীর হামলায় ১৪ জন নিহত হন। ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার দাবি করা হলেও বুধবার সকাল পর্যন্ত গুলি ও বিস্ফোরণের আওয়াজের কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। প্রেসিডেন্ট কেনিয়াত্তা বলেন, দুসিতে নিরাপত্তা অভিযান শেষ হয়েছে। আমরা সব সন্ত্রাসীদের প্রতিহত করেছি। তাদের হাতে প্রাণ হারিয়েছেন ১৪ বেসামরিক। আহতও হয়েছেন বেশ কয়েকজন।  তবে কেনিয়ার রেড ক্রস নিহতের সংখ্যা ২৪ উল্লেখ করেছে। কেনিয়ার পুলিশ প্রধান জোসেফ বয়নেট বলেন, স্থানীয় সময় বিকাল ৩টায় সংঘবদ্ধ এই হামলা হয়। ব্যাংকের সামনে গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। হোটেলের লবিতে চালানো হয় আত্মঘাতী হামলা। আল-শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াজিজ আবু মুসাব দাবি করেন, ‘আমাদের সেনারা হোটেলের ভেতরে ৪৭ শত্রুকে হত্যা করেছে।’ হতাহতদের অনেক হোটেলের ‘সিক্রেট গার্ডেন’ রেস্তোরাঁয় খাবার খাচ্ছিলেন। মর্গের কর্মীরা জানান, নিহতদের মধ্যে ১১ কেনীয়, একজন মার্কিন ও একজন ব্রিটেনের নাগরিক রয়েছেন। এএফপি

সর্বশেষ খবর