বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

একনজরে ভারত-পাকিস্তান সংঘাতের ইতিহাস

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের ইতিহাস নতুন নয়। কিন্তু এই সংঘাত নতুন করে মাত্রা পেয়েছে। অক্টোবর ১৯৪৭ : ভারত আর পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ হয় দেশ বিভাগের মাত্র দুই মাসের মাথায়, যে যুদ্ধের কারণ ছিল কাশ্মীর। আগস্ট ১৯৬৫ : কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের যুদ্ধ হয় এবার। ডিসেম্বর ১৯৭১ : পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীন হওয়ার যুদ্ধে সহায়তা করতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যুদ্ধে অংশগ্রহণ করে ভারত। পাকিস্তানের ভিতরে বোমা নিক্ষেপ করে ভারতীয় বিমানবাহিনী। বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে যুদ্ধটি শেষ হয়। ১৯৮৯ : ভারতীয় শাসনের বিরুদ্ধে কাশ্মীর উপত্যকায় সশস্ত্র লড়াই শুরু হয়। ১৯৯৯ : পাকিস্তানি সেনা এবং জঙ্গিরা কার্গিল পর্বতে ভারতের একটি সামরিক চৌকি দখল করে নেয়। ভারত বিমান এবং সেনা অভিযান শুরু করার পর দখলকারীরা পিছু হটে যায়। ২০০১ : শ্রীনগরে কাশ্মীর বিধানসভায় একটি ভয়াবহ হামলায় ৩৮ জন নিহত হন। ২০০১ : দিল্লিতে ভারতের সংসদ ভবনে সশস্ত্র হামলায় ১৪ জন নিহত হয়। ২০০৭ : ভারত- পাকিস্তানের মধ্যে চলাচলকারী সমঝোতা এক্সপ্রেস ট্রেনে বোমা হামলায় ৬৮ জন নিহত হন। ২০০৮ : মুম্বাইয়ের প্রধান রেলওয়ে স্টেশন, বিলাসবহুল একটি হোটেলে প্রায় ৬০ ঘণ্টা জঙ্গি হামলায় ১৬৬ জন নিহত হন। জানুয়ারি ২০১৬ : পাঠানকোটে ভারতের বিমানঘাঁটিতে হামলায় সাতজন ভারতীয় সেনা এবং ছয়জন জঙ্গি নিহত হয়।

সর্বশেষ খবর