বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ব্রেক্সিট পেছাতে পার্লামেন্টে ভোটের প্রস্তাব মে’র

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ বা ব্রেক্সিটের সময় আছে আর মাস খানেক। কিন্তু ব্রেক্সিট চুক্তি নিয়ে তেরেসা মে যে সব প্রস্তাব করেছেন তা মানতে নারাজ দেশটির পার্লামেন্ট। এ অবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, আগামী সপ্তাহে এমপিরা চুক্তি প্রত্যাখ্যান করলে হয় ব্রেক্সিট পিছিয়ে দেওয়া নয়ত চুক্তিবিহীন ব্রেক্সিটের প্রশ্নে পার্লামেন্টে ভোটের প্রতিশ্র“তি দিয়েছেন। মঙ্গলবার এক বক্তব্যে এমপিদেরকে এ সুযোগ দেওয়ার ঘোষণা দেন মে। তিনি বলেন, ইইউয়ের সঙ্গে বোঝাপড়ার মধ্য দিয়ে পরিবর্তন আনা ব্রেক্সিট চুক্তিটি নিয়ে ১২ মার্চে পার্লামেন্টে ভোট হবে। এ চুক্তি এমপি’রা প্রত্যাখ্যান করলে তাদেরকে আলাদাভাবে আরও দুটো ভোট অনুষ্ঠানের প্রস্তাব দেওয়া হবে। এর একটি ভোট হবে পরদিনই। এমপিদের যথেষ্ট সমর্থন থাকলেই কেবল ২৯ মার্চে চুক্তি ছাড়া ব্রেক্সিট হতে পারবে। আর চুক্তিবিহীন ব্রেক্সিট ভোটে পাস না হলে ১৪ মার্চে হবে দ্বিতীয় আরেকটি ভোট।

সর্বশেষ খবর