শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ফলাফল শূন্য

ট্রাম্প-কিম দ্বিতীয় দফা ঐতিহাসিক সম্মেলন

ফলাফল শূন্য

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র আরও আলোচনা চাইলেও পিয়ংইয়ংয়ের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। বৃহস্পতিবার কোনো চুক্তি ছাড়াই হঠাৎ করে শেষ হয় যুক্তরাষ্ট্রেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে দ্বিতীয় দফা সম্মেলন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ওই বৈঠক হয়। বৈঠকের পর উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো এ মন্তব্য করেন। রি ইয়ং হো বলেন, বৈঠকে উত্তর কোরিয়ার পক্ষ থেকে আংশিক অবরোধ প্রত্যাহারের দাবি করা হয়েছিল। পুরোপুরি প্রত্যাহার নয়। তবে ট্রাম্প প্রশাসন জোর দিয়ে বলছে যে, উত্তর কোরিয়া পুরোপুরি অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে। ওই বৈঠকে যুক্তরাষ্ট্র কী করতে চাইছে, তা পরিষ্কার ছিল না। গতকাল বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর