রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ভেনেজুয়েলার সাবেক গুপ্তচরপ্রধান গ্রেফতার

ভেনেজুয়েলার সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক এক শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। হুগো কারভাজলের বিরুদ্ধে ২০০৬ সালে ভেনেজুয়েলা থেকে মেক্সিকোয় ৫ হাজার ৬০০ কেজি কোকেন পাচারের অভিযোগ আছে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্র কারভাজলের বিরুদ্ধে তাদের এ অভিযোগের কথা প্রকাশ করে; তাকে বহিঃসমর্পণে ওয়াশিংটনের অনুরোধও আছে বলে জানিয়েছে বিবিসি। ভেনেজুয়েলার প্রয়াত শীর্ষ নেতা হুগো চাভেজের ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তা কারভাজল সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরিবর্তে বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।

লাতিনের দেশটিতে হওয়া গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে ‘অবৈধ’ অ্যাখ্যা দিয়ে চলতি বছরের জানুয়ারিতে মাদুরো নিজেকে ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করেছিলেন। যুক্তরাষ্ট্রসহ অর্ধশত দেশ তাকে সমর্থন দিলেও ভেনেজুয়েলার সামরিক বাহিনী ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখনো মাদুরোর অনুগত। রাশিয়া-চীনের মতো প্রভাবশালী দেশগুলোও মাদুরোকেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের স্বীকৃতি দিয়ে আসছে। বিবিসি বলছে, এল পোলো (দ্য চিকেন) নামে পরিচিত কারভাজল গত কয়েক দশক ধরেই ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রভাবশালী চরিত্র।

কলম্বিয়ার ফার্ক বিদ্রোহীদের সহযোগিতা ও মাদক পাচারের দায়ে ২০০৮ সাল থেকেই তার নাম যুক্তরাষ্ট্রের কালো তালিকায়। যুক্তরাষ্ট্রের বহিঃসমর্পণ অনুরোধে ২০১৪ সালে নেদারল্যান্ডের নিয়ন্ত্রণে থাকা ক্যারিবীয় দ্বীপ অরুবাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। সে সময় অরুবাতে তিনি ভেনেজুয়েলার কনসাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। যুক্তরাষ্ট্রের বহিঃসমর্পণের আবেদন খারিজ হয়ে গেলে ছাড়া পান তিনি। ভেনেজুয়েলায় ফিরে নায়কোচিত সংবর্ধনা পান কারভাজল। চলতি বছরের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে তিনি গুইদোর প্রতি সমর্থন দিয়ে সেনা কর্মকর্তাদের তার পদাঙ্ক অনুসরণের আহ্বান জানান।

মার্কিন প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, কারভাজলকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা গেলে তার কাছ থেকে ভেনেজুয়েলার এখনকার সরকার সম্বন্ধে বিপুল তথ্য পাওয়া যেতে পারে।

 

সর্বশেষ খবর