শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আরও সুন্দর নটর ডেমের প্রত্যয় ম্যাক্রোঁর

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রেঁা ৫ বছরের মধ্যে ক্ষতিগ্রস্ত নটর ডেম গির্জার পুনর্গঠনের অঙ্গীকার করেছেন। দেশ-বিদেশ থেকে আর্থিক ও অন্যান্য সাহায্যের প্রস্তাব অব্যাহত রয়েছে। এটি নির্মাণে ৫৬ কোটি ইউরো লাগবে বলে জানানো হয়েছে। অগ্নিকাণ্ডে বিধ্বস্ত প্যারিসের নটর ডেম গির্জার পুনর্গঠনের জন্য অর্থের অঙ্গীকার করছেন ফ্রান্সের কোটিপতি থেকে সাধারণ মানুষ। বিদেশ থেকেও নানারকম সাহায্যের প্রতিশ্রুতি আসছে। এর মাঝে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ মাত্র ৫ বছরের মধ্যে গির্জাটিকে ‘আরও সুন্দর করে’ পুনরায় গড়ে তোলার প্রতিশ্রতি দিলেন। অর্থাৎ ২০২৪ সালে প্যারিসে অলিম্পিক প্রতিযোগিতার আগেই এ কাজ শেষ করতে চান তিনি। ফ্রান্সের বেশ কয়েকজন কোটিপতি ও কিছু শিল্পপ্রতিষ্ঠান গির্জাটির পুনর্গঠনের জন্য ৭০ কোটি ইউরোর বেশি অর্থ অঙ্গীকার করেছে। এর মধ্যে কোটিপতি ব্যার্না আর্নো, তার এলভিএমএইচ শিল্পগোষ্ঠী এবং প্রতিদ্বন্দ্বী কেরিং কোম্পানি প্রায় ২০ কোটি ইউরো দিতে চাইছে। জার্মানি, ইটালি ও রাশিয়ার মতো কিছু দেশ বিশেষজ্ঞ পাঠানোর প্রস্তাব দিয়েছে।

সর্বশেষ খবর