সোমবার, ৬ মে, ২০১৯ ০০:০০ টা

ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত করতে করবিনকে মের আহ্বান

ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত করতে করবিনকে মের আহ্বান

ব্রেক্সিট নিয়ে টানাপড়েন শেষ হচ্ছে না যুক্তরাজ্যে। আর এর প্রভাব পড়ছে দেশটির প্রধান দুই দলেই। গত বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে কনজারভেটিভ ও লেবার পার্টি উল্লেখযোগ্য আসন হারিয়েছে। ধারণা করা হচ্ছে, ব্রেক্সিট চুক্তি নিয়ে চলমান হতাশা ও বিভ্রান্তির কারণেই এমন ফল ভোগ করতে হয়েছে দল দুটিকে। এ অবস্থায় ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ বা ব্রেক্সিটবিষয়ক ক্রস-পার্টি চুক্তিতে সম্মত হতে বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে।

বৃহস্পতিবারের নির্বাচনে কনজারভেটিভ পার্টি ১ হাজারেরও  বেশি আসন হারিয়েছে। অন্যদিকে, লেবার পার্টি হারিয়েছে ৮১ আসন।  উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে মে সরকারের প্রস্তাবিত চুক্তিটি প্রত্যাখ্যাত হয়। এরপরই চুক্তি নিয়ে আলোচনা করতে লেবার পার্টির প্রতি আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। গতকাল দ্য ডেইলি মেইলে লিখিত এক নিবন্ধে মে বলেন, বিরোধী দলের নেতাদের প্রতি আমার বক্তব্য হচ্ছে, স্থানীয় নির্বাচনের মাধ্যমে ভোটাররা কী বলতে চেয়েছে তা শুনুন। এক মুহূর্তের জন্য আমাদের মধ্যকার ভিন্নতাগুলোকে পাশে রেখে দিন। চলুন একটি চুক্তিতে সম্মত হই।

সর্বশেষ খবর