বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯ ০০:০০ টা

বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে উত্তপ্ত পশ্চিমবঙ্গ

কলকাতায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সভাপতি অমিত শাহের রোড শোয়ের সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে পশ্চিমবঙ্গে উত্তেজনা বিরাজ করছে। ভারতের জাতীয় নির্বাচনে শেষ পর্বের ভোটের আগে মঙ্গলবার বিজেপি সভাপতি অমিত শাহ কলকাতায় জাঁকজমকপূর্ণ রোড শো করেন। এ সময় তৃণমূল কংগ্রেস পার্টি ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় একদল লোক বিদ্যাসাগর কলেজ ক্যাম্পাসে হামলা চালিয়ে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলে। যার প্রতিবাদে গতকাল রাজ্য জুড়ে তৃণমূলের ডাকে প্রতিবাদ মিছিল চলে। তৃণমূলের অভিযোগ বিজেপির লোকজন ওই মূর্তি ভেঙে ফেলে। প্রতিবাদ মিছিলে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন। এদিকে বিজেপির তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তৃণমূলকর্মীরাই বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করে এখন বিজেপির ওপর দায় চাপাচ্ছে।

এই ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি করেছে বিজেপি। এদিকে মূর্তি ভাঙচুর এবং সংঘর্ষে জড়িত সন্দেহে পুলিশ ৫৮ জনকে গ্রেফতার করেছে। আগামী ১৯ মে ভারতের জাতীয় নির্বাচনের শেষ পর্বের ভোট। ২৩ মে ভোটের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

সর্বশেষ খবর