বুধবার, ২২ মে, ২০১৯ ০০:০০ টা

চিকিৎসার জন্য জামিন চাইলেন নওয়াজ

চিকিৎসার জন্য জামিন চাইলেন নওয়াজ

চিকিৎসার জন্য  কোট লাখপাত জেল থেকে সাময়িক ছাড়া পেতে আদালতে নতুন করে আবেদন করেছেন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সোমবার ইসলামাবাদ হাইকোর্টে আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলার সাজা স্থগিত করে জামিনের আবেদন জানানো হয়েছে। গত বছরের ডিসেম্বরে আল আজিজিয়া দুর্নীতি মামলায় নওয়াজ শরিফকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। মার্চে চিকিৎসাজনিত কারণ দেখিয়ে নওয়াজকে আট সপ্তাহের জন্য জামিন দেওয়ার আবেদন করে তার আইনজীবী।

সুপ্রিম কোর্ট ছয় সপ্তাহের জন্য জামিন আবেদন মঞ্জুর করে। সংক্ষিপ্ত আদেশে বলা হয়, জামিনের সময়সীমা শেষ হওয়ার পর নওয়াজকে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণে ব্যর্থ হলে তাকে গ্রেফতার করা হবে। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই মে মাসের শুরুর দিকে চিকিৎসাজনিত কারণে জামিন ও বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে সর্বোচ্চ আদালতে রিভিউ আবেদন করেছিলেন নওয়াজ। সেই আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় নওয়াজ আবারও কোট লাখপাত জেলে সাজা ভোগ করতে শুরু করেন।

 

সর্বশেষ খবর