সোমবার, ২৭ মে, ২০১৯ ০০:০০ টা

হাজার কোটি রুপির মালিক ভোট পেলেন ১৫৫৮

দীপক দেবনাথ, কলকাতা

হাজার কোটি রুপির মালিক ভোট পেলেন ১৫৫৮

সদ্য শেষ হওয়া ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে তিনিই ছিলেন সবচেয়ে বিত্তবান প্রার্থী। ১১শ কোটি রুপির মালিক রমেশ কুমার শর্মার (৬৩) প্রাপ্ত ভোট ১৫৫৮। বিহারের পালিতপুরা কেন্দ্র থেকে স্বতন্ত্র দলের প্রার্থী হয়ে নজর কেড়েছিলেন রমেশ। শেষ ধাপে গত ১৯ মে এ পালিতপুরা লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এ কেন্দ্রে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ প্রার্থীদের মধ্যে নিচের দিক থেকে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রমেশ। রমেশ কুমার পেয়েছেন মোট ভোটের মাত্র ০.১৪ শতাংশ। এত কম ভোটের কারণে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। পালিতপুরা কেন্দ্রে এবারও বিপুল ভোটে জয় পেয়েছেন বিজেপির বর্তমান সাংসদ রাম কৃপাল যাদব। ৫ লাখের বেশি ভোট পেয়ে তিনি পরাজিত করেছেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রার্থী মিশা ভারতীকে (লালু প্রসাদের কন্যা)। মিশার প্রাপ্ত ভোট ৪.৭০ লাখ।

সর্বশেষ খবর