শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

ওমান উপসাগরে দুই ট্যাঙ্কারে আগুন, ৪৪ ক্রু উদ্ধার

ওমান উপসাগরে দুই ট্যাঙ্কারে আগুন, ৪৪ ক্রু উদ্ধার

ওমান উপসাগরে দুটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। গতকাল সকালে বিস্ফোরণের পর সেগুলোতে আগুন ধরে যায়। এরই মধ্যে দুই ট্যাঙ্কার থেকে ৪৪ জন ক্রুকে উদ্ধার করেছে ইরানি কর্তৃপক্ষ। কোকুয়া কারেজেস ও ফ্রন্ট আলটেয়ার নামের ওই দুটি জাহাজে কীভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলছে, তারা বিস্ফোরণ স্থল থেকে দুটি বিপদ সংকেত পেয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের উপকূলে চারটি তেল ট্যাঙ্কারে হামলার এক মাসের মাথায় নতুন করে ট্যাঙ্কারে বিস্ফোরণ হলো। ইরানের উদ্ধারকারীরা দুটি জাহাজ থেকে ৪৪ ক্রুকে উদ্ধারের খবর দিলেও দুর্ঘটনার কারণ জানা যায়নি। সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় চারটি তেলের ট্যাঙ্কারে ‘গুপ্ত হামলার’ এক মাস পর ওমান উপসাগরে এ ঘটনা ঘটল। গত মাসে ওই মাইন হামলায় আরব আমিরাত ‘একটি দেশের সরকারের হাত আছে’ বলে জানিয়েছিল। যুক্তরাষ্ট্র ওই ঘটনার জন্য ইরানকে দায়ী করলেও তেহরান তা অস্বীকার করেছে।

সর্বশেষ খবর