শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

তাজমহলে ৩ ঘণ্টার বেশি থাকলে দিতে হবে বাড়তি অর্থ

তাজমহলে ৩ ঘণ্টার বেশি থাকলে দিতে হবে বাড়তি অর্থ

যা নেই মহাভারতে তা আছে ভারতে। সব ধরনের নিদর্শনে ভরপুর ভারত। এর মধ্যে অন্যতম মুঘল স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন তাজমহল। এ স্থাপত্য দেখতে প্রতিদিন দেশ-বিদেশের হাজারো পর্যটক সেখানে ভিড় জমান। তবে তা দেখতে হবে এখন নির্দিষ্ট সময়ের মধ্যে। বিদেশি পর্যটকরা এখন তিন ঘণ্টা সময় পাবেন। এ সময়ের চেয়ে বেশি সময় থাকলে পর্যটকদের গুনতে হবে বাড়তি অর্থ। আগে একটি টিকিটে পর্যটকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারতেন তাজমহল চত্বরে। সম্প্রতি এক নির্দেশে তাজমহলে অবস্থানের সময়সীমা কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। বিদেশি পর্যটকদের তাজমহল দেখার ফি করা হয়েছে ১ হাজার ১০০ রুপি। সেই সঙ্গে মূল সমাধি দেখতে হলে যোগ করতে হয় আরও ২০০ রুপি। অন্যদিকে সার্ক ও বিমসটেক দেশের পর্যটকদের গুনতে হয় ৫৪০ রুপি করে। মূল সমাধি দেখার জন্য বাড়তি ২০০ রুপি দেওয়ার নিয়ম এখানেও প্রযোজ্য।

সর্বশেষ খবর