শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

সংক্ষপে

দুর্নীতির অভিযোগ স্বীকার সাবেক ইন্টারপোল প্রধানের!

পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধান  মেং হংওয়েই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। গতকাল বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যম জানায়, চীনের তিয়ানজিন শহরের আদালতে সাবেক ইন্টাপোল প্রধান মেং হংওয়েই তার বিরুদ্ধে আনা দুই মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন।

 

 

ভেনেজুয়েলা সংকট পর্যবেক্ষণ

কারাকাসে জাতিসংঘ মানবাধিকার কমিশনার

মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাইকমিশনার মিশেল ব্যাচলেট বুধবার ভেনেজুয়েলায় পৌঁছেছেন। দেশটি চলমান আর্থিক ও রাজনৈতিক সংকট পর্যবেক্ষণে তিনি এ সফরে গেলেন। ব্যাচলেট শুক্রবার চূড়ান্ত বিবৃতি দেওয়ার আগে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং বিরোধীদলীয় নেতা জুয়ান গুয়াইদোর সঙ্গে সাক্ষাৎ করবেন। জাতিসংঘ জানায়, নিত্যপ্রয়োজনীয় খাদ্যের ঘাটতি, সরকারি সেবা ও স্বাস্থ্য সুবিধা ব্যবস্থা একেবারে মুখথুবড়ে পড়ায় প্রায় ৪০ লাখ মানুষ দেশ ছেড়ে চলে গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর