বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ওবামাকেয়ারের ভবিষ্যৎ মার্কিন আদালতে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওবামা কেয়ার আইনের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে দেশটির সর্বোচ্চ আদালতে। মঙ্গলবার নিউ অরলিয়ন্সের একটি ফেডারেল আপিল আদালতে এ স্বাস্থ্য আইনটি তোলা হয়। বলা হচ্ছে, এ আইনের রায় ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে  ভূমিকা রাখবে। এর আগে নিম্ন আদালত অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অংশ বিশেষ ওবামাকেয়ারকে অসাংবিধানিক বলে রায় দেয়। নিউ অরলিয়ন্সের অ্যাপিল আদালতের একটি প্যানেল বর্তমানে নিম্ন আদালতের রায়টি বিবেচনা করছেন।

 তারা নিম্ন আদালতের রায় বহাল রাখলে আমেরিকার লাখ লাখ পরিবার দুর্দশায় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ খবর