শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ইরানের ড্রোন ভূপাতিত করার দাবি ট্রাম্পের

তেহরানের অস্বীকার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে ইরানের একটি ড্রোনকে ভূপাতিত করেছে। তিনি বলেন, ‘বৃহস্পতিবার ড্রোনটি জাহাজের কাছে চলে আসার পর প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এটিকে ভূপাতিত করা হয়।’ তবে ইরান ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের কোনো ড্রোন খোয়া যায়নি। দেশটির দাবি মার্কিন সেনারা ভুল করে নিজেদের ড্রোন ভূপাতিত করেছে। এর প্রমাণ তারা শিগগিরই দেবে। গত মাসে ইরান ওই এলাকায় একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করে। এ ঘটনায় ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ইরানে  হামলার হুকুম দিয়েও পরে তা প্রত্যাহার করে নেন। এবার ট্রাম্প দাবি করলেন তারা এবার ইরানের ড্রোন ভূপাতিত করেছে। সাম্প্রতিক এসব ঘটনা ওই এলাকায় সামরিক সংঘাত শুরু করতে পারে বলে আশঙ্কা তৈরি করেছে।

সর্বশেষ খবর