মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

১৭৮ বছরের প্রতিষ্ঠান থমাস কুক বন্ধ

১৭৮ বছরের প্রতিষ্ঠান থমাস কুক বন্ধ

বন্ধ হয়ে গেল ১৭৮ বছর বয়সী ব্রিটিশ ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠান থমাস কুক। প্রতিষ্ঠানকে রক্ষার জন্য শেষ সময়ের আলোচনা ব্যর্থ হওয়ার পর ব্রিটেনের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) বলেছে, ভ্রমণবিষয়ক এ প্রতিষ্ঠানটি তাদের কর্মকা- বন্ধ করে দিয়েছে। এটা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর ফলে বিশ্বের বিভিন্ন স্থানে আটকে পড়েছেন কমপক্ষে দেড় লাখ মানুষ।  ফলে তাদের এখন দেশে ফিরিয়ে আনা হবে। সাধারণত যুদ্ধকালীন বিপুল সংখ্যক মানুষকে উদ্ধার করা হয়। কিন্তু থমাস কুক বন্ধের পর এ বিপুল সংখ্যক মানুষকে প্রথমবারের মতো শান্তিপূর্ণ সময়ে দেশে ফিরিয়ে আনতে হচ্ছে। এক্ষেত্রে কমপক্ষে ৪০টি জাম্বো জেট বিমান অপারেশনে নামছে।

সর্বশেষ খবর