রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের হুমকিতেও সিরিয়ায় তুর্কি অভিযান থামবে না : এরদোগান

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি অগ্রাহ্য করে সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকায় তুরস্কের সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে দেশটির সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পরই তুরস্ক অভিযান শুরু করে। এখন সেই যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে আসার কথা বলছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার অভিযান থামিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অভিযান না থামালে পরিণতি ভয়াবহ হতে পারে। কিন্তু এরদোগান যুক্তরাষ্ট্রের এ প্রস্তাবের পর অঙ্গীকার করেছেন, আমাদের অভিযান বন্ধ হবে না।

 এখন ডান ও বাম থেকে হুমকি আসছে, বলা হচ্ছে অভিযান বন্ধ করতে হবে। আমরা থামব না।’

এরদোগান সামরিক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকারের কথা জানিয়েছেন, যে অভিযানে জাতিসংঘের মতে লক্ষাধিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এ অভিযান অব্যাহত রাখলে তুরস্কের বিরুদ্ধে অনেক শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্টিভেন মুচিন।

সর্বশেষ খবর