মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

৮০০০ বছর আগের মুক্তা

৮০০০ বছর আগের মুক্তা

৮০০০ বছরের পুরনো একটি মুক্তার খোঁজ মিলল আবু ধাবিতে। এটিই বিশ্বের প্রাচীনতম মুক্তা বলে দাবি করছেন প্রত্নতাত্ত্বিকরা। নিওলিথিক যুগের এই মুক্তাটি প্রাচীন ইরাকের সভ্যতা মেসোপটেমিয়া থেকে আবু ধাবিতে অন্যান্য দ্রব্যের বিনিময়ে নিয়ে আসা হয় বলে মনে করছেন ঐতিহাসিকরা। আরব আমরশাহীর মারাওয়া দ্বীপে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে আবিষ্কার হওয়া একটি ঘরের মেঝে থেকে মুক্তাটি উদ্ধার হয়। এর গায়ে যে কার্বনের স্তর পড়েছিল, ফলে একটু অন্যরকম রং ধারণ করেছে মুক্তটি। সেই নিওলিথিক যুগেও যে বাণিজ্য কতটা সম্প্রসারিত হয়েছিল, এই মুক্তাটিই তার প্রমাণ বলে মনে করা হচ্ছে। মারাওয়া দ্বীপে খোঁজ মেলা স্থাপত্যটি সিরামিক্স ও নানা পাথরের তৈরি জিনিসও পাওয়া গেছে। ৩০ অক্টোবর থেকে আবু ধাবির মিউজিয়ামে প্রাচীনতম মুক্তাটি প্রদর্শিত হবে। আবু ধাবির মারাওয়া দ্বীপে ১৬০০ শতাব্দী পর্যন্ত প্রাকৃতিক মুক্তা পাওয়া যেত। প্রাচীনকালে সৌদি আরবের অর্থনীতির মূল স্থাপত্য ছিল মুক্তা বাণিজ্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর