শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

হরিয়ানায় বিজেপি কংগ্রেস কেউই জেতেনি!

হরিয়ানার বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। এছাড়া দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই এমন মুহূর্তে এসে যেসব দল কিছু আসন পেয়েছে তারা হয়ে উঠেছে কিংমেকার। বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হতেই বিজেপি-কংগ্রেস উভয় দলই সরকার গঠনে দৌড়ঝাঁপ শুরু করে। এমন পরিস্থিতিতে হরিয়ানার লোকহিত পার্টির নেতা গোপাল কান্ডা গতকাল ঘোষণা দিয়েছেন, তার দলের ৬ জন বিধায়ক বিজেপিকে সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। হরিয়ানার এমন পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বাড়িতে গভীর রাতে একটি বৈঠক শুরু হয় যা গতকাল সকাল পর্যন্ত চলে। বিজেপি ৯০ সদস্যের হরিয়ানা বিধানসভায় ৭৫টি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও পেয়েছে মাত্র ৪০টি। এদিকে শিবসেনার সঙ্গে জোট বেঁধে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে জয়ী হয়েছে বিজেপি। যদিও ওই রাজ্যের ১৫টি আসন হারিয়েছে তারা।

সর্বশেষ খবর