শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

আগামী সপ্তাহ থেকে গণশুনানি

ট্রাম্পের অভিশংসন তদন্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তে গণশুনানি শুরুর ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটরা। আগামী বুধবার প্রথম গণশুনানি অনুষ্ঠিত হবে। ওইদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন কর্মকর্তার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত এ তদন্তে রুদ্ধদ্বার শুনানিতে সাক্ষ্য নিয়েছেন তদন্তকারীরা। তদন্তটি পরিচালনার দায়িত্বে রয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের তিন কমিটি। গত সপ্তাহে তদন্তটি নিয়ে রুদ্ধদ্বারের বদলে গণশুনানি চালুবিষয়ক বিল পাস হয় প্রতিনিধি পরিষদে। গত ২৫ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভেøালোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের এক ফোনকল নিয়েই এ তদন্ত চলছে। ওই ফোনকলে নিজের ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ইউক্রেনে সরকারি তদন্ত চালু করতে জেলেনস্কিকে চাপ দেন ট্রাম্প। অভিযোগ উঠেছে, এক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করেছেন ট্রাম্প।

সর্বশেষ খবর