বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

গ্রহাণুরও রয়েছে চাঁদ!

গ্রহাণুরও রয়েছে চাঁদ!

হ্যাঁ, শুধুই গ্রহদের নয়। চাঁদ থাকে গ্রহাণুরও। একটি চাঁদ রয়েছে গ্রহাণু ‘ইউরিবেটস’-এর। যে গ্রহাণুটির অবস্থান সাকিন মঙ্গল আর বৃহস্পতির মাঝামাঝি থাকা ‘অ্যাস্টারয়েড বেল্ট’ বা গ্রহাণুপুঞ্জে। ২০১৮-এর সেপ্টেম্বর এবং গত বছরের ডিসেম্বর এবং চলতি মাসে হাব্ল স্পেস টেলিস্কোপের ওয়াইড ফিল্ড ক্যামেরা-৩ এর পাঠানো ছবিগুলো বিশ্লেষণ করে নাসার ‘লুসি মিশন’ জানাল, যা মনে হয়েছিল ঠিক তাই, একটি চাঁদই রয়েছে ইউরিবেটসের।

নাসার লুসি মিশনের প্রধান অধ্যাপক হ্যাল লেভিসন বলেছেন, ‘এই সদ্য আবিষ্কৃত চাঁদটির ঔজ্জ্বল্য গ্রহাণু ইউরিবেটসের ৬ হাজার ভাগ। ফলে, বোঝাই যাচ্ছে আকারে খুবই ছোট সেই চাঁদ। তার ব্যাস হতে পারে বড়জোর ১ কিলোমিটার। আর তা যদি হয়, তা হলে বলতে হবে এখনো পর্যন্ত যেসব গ্রহাণুতে আমরা  পৌঁছতে পেরেছি, ইউরিবেটস তাদের মধ্যে ক্ষুদ্রতম।’ এই সৌরম লের ছোট ছোট উপগ্রহগুলো খুঁজতে গিয়ে ২০১৮ সালে নাসার হাবল স্পেস টেলিস্কোপই পথম হদিস পায় ইউরিবেটসের। কিন্তু তার যে একটি চাঁদও রয়েছে, তা ভাবতেও পারেননি  জ্যোতির্বিজ্ঞানীরা। হাবল টেলিস্কোপের পাঠানো তথ্যাদি খতিয়ে দেখে গত নভেম্বরেই প্রথম বিজ্ঞানীদের সন্দেহ জাগে, ইউরিবেটসের কোনো চাঁদ নেই তো?  সেই সন্দেহই সত্যি হলো নাসার লুসি মিশনের  দৌলতে। আনন্দবাজার

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর