শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সন্ধ্যায় টিকিট কেটে রাতে কোটিপতি

রূপেশ পেশায় গাড়িচালক। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের বাসিন্দা তিনি। গত মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গলসি বাজারে ফল কিনছিলেন। এ সময় দোকানের পাশেই লটারির দোকান দেখে ৬০ টাকা দিয়ে দুটি সিরিজ ডিয়ার ইভিনিং লটারি কেনেন। ঘণ্টা তিনেক পরই জানতে পারেন ওই দুটির মধ্যে একটি টিকিট তার ভাগ্য বদলে দিয়েছে। তিনি লটারি জিতেছেন। এখন কোটি টাকার মালিক। এই খবর জানার পর টেনশনে রাতে ঘুম হয়নি। সকাল হতেই চলে যান বর্ধমানের স্টেট ব্যাংকের প্রধান শাখায় এবং সেখানে টিকিট জমা দেন। চালক হিসেবে মাসে ৭ হাজার টাকা বেতন পান তিনি। যা দিয়ে চলে তার সংসার। কোটি টাকার লটারি পাওয়ার পর রূপেশ জানিয়েছেন, অভাবের সংসারে এ টাকা খুবই উপকারে আসবে। আপাতত একটি বাড়ি তৈরি ও কিছু জমি কেনার ইচ্ছা রয়েছে।

সর্বশেষ খবর