বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিশ্ববাজারে স্বর্ণের দাম সাত বছরে সর্বোচ্চ

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বৈশ্বিক মহামারি রূপ ধারণ করায় বিশ্বজুড়ে শেয়ারবাজারে দরপতন চলছে। সোমবার বড় ধস দেখা গেছে বিশ্বের বড় শেয়ারবাজারগুলোতে। এদিকে বিশ্ববাজারে দ্রুত বাড়ছে স্বর্ণের দাম। সব মিলিয়ে আশঙ্কা করা হচ্ছে, নতুন এই করোনাভাইরাস  বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে লাইনচ্যুত করবে। লন্ডনের বুলিয়ান মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম  বেড়ে হয়েছে ১ হাজার ৬৮৯ দশমিক ৩১ মার্কিন ডলার। ২০১৩ সালের পর এতটা দাম বাড়েনি মূল্যবান এ ধাতুটির। বিশ্লেষকরা বাজার অস্থিতিশীল হওয়ায় বিনিয়োগকারীরা মুদ্রার বদলে স্বর্ণকে বেছে  নেওয়ায় এ অবস্থা।

সর্বশেষ খবর