মার্কিন ও যৌথ বাহিনীর সেনা থাকা ইরাকের সামরিক ঘাঁটিতে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। বুধবারের এসব হামলার ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনো চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। এর আগে সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই হামলায় নিহতদের মধ্যে একজন ব্রিটিশ ও একজন মার্কিন সেনা রয়েছে। আরেকজন মার্কিন ঠিকাদার।