শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

জুতায় পাঁচ দিন বাঁচে করোনাভাইরাস

সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন, জুতার তলায় করোনাভাইরাস পাঁচ দিনের বেশি বেঁচে থাকতে সক্ষম। বাড়ির বাইরে যাতায়াত করার পর জুতা বাড়ির ভিতরে নিলেই ঝুঁকি বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, জুতার তলায় সবচেয়ে বেশি জীবাণু লাগে। ব্যাকটেরিয়া, ছত্রাক থেকে শুরু করে ভাইরাসও বাদ যায় না। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির ড্রপলেট কিংবা হাঁচি-কাশির মাধ্যমে রাস্তায় করোনাভাইরাস পড়ে থাকলে জুতার মাধ্যমে তা আপনার ঘরে হাজির হতে পারে। অস্ট্রেলিয়ার গবেষকরা বলছেন, জুতার তলায় লেগে থাকা জীবাণু হয়ে উঠতে পারে জীবননাশের কারণ। সে কারণে, বাসার ভিতরে আলাদা স্যান্ডেল ব্যবহার এবং বাইরে ব্যবহৃত জুতা বাসার ভিতরে না নিয়ে যাওয়ার কথা বলছেন। ডেইলি মেইল

সর্বশেষ খবর