রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নেতাদের অদূরদর্শিতায় ভয়ঙ্কর করোনা : চমস্কি

নেতাদের অদূরদর্শিতায় ভয়ঙ্কর করোনা : চমস্কি

বিশ্বজুড়ে আতঙ্কের নাম এখন করোনাভাইরাস। ভাইরাসটি কেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের প্রাণ। ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পায়নি মার্কিন মুল্লুকও। সেখানে চলছে মৃত্যুর মিছিল।  এদিকে মার্কিন শিক্ষাবিদ, দার্শনিক, সমাজ সমালোচক ও লেখক নোয়াম চমস্কি বলেছেন, রাষ্ট্রীয় নেতাদের অদূরদর্শিতা এবং প্রয়োজনীয় পরিকল্পনার অভাবেই ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনাভাইরাসের মহামারী। সময়মতো প্রস্তুতি ও কার্যকর ব্যবস্থা নিলে সারা বিশ্বকে আজ আর এমন সংকটে পড়তে হতো না বলে মনে করেন সম্প্রতি ক্রোয়েশিয়ার দার্শনিক ও লেখক সার্কো হর্ভাটের সঙ্গে অনলাইনে আলাপ হয় চমস্কির। করোনা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এই মহামারী ঠেকানো যেত, সে রকম তথ্যও ছিল। যুক্তরাষ্ট্র এ বিষয়ে আগেই ধারণা পেয়েছিল। তার পরও কিছুই করা হয়নি। আসন্ন বিপদের কথা জেনেও তাদের অবহেলার কারণেই করোনা সংকট আরও জটিল হয়ে পড়েছে।

চমস্কি বলেন, ‘গত ৩১ ডিসেম্বর চীনারা নিউমোনিয়ার মতো একটি রোগের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করেছিল।

 সপ্তাহখানেক পর বিজ্ঞানীরা একে করোনাভাইরাস হিসেবে চিহ্নিত করেন। এরপর থেকেই তারা এ বিষয়ে বিশ্বকে একের পর এক তথ্য দিতে থাকে। তার পরও ওই সময় কিছু ভাইরোলজিস্টসহ অন্যরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে থাকেন। তারা জানতেন, সামনে এই ভাইরাস মোকাবিলা করতে হবে। তবুও কি পদক্ষেপ নিয়েছিলেন?’ মহামারী মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ায় চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের প্রশংসা করেন এ মার্কিন বুদ্ধিজীবী।

সর্বশেষ খবর