বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে, দেশটিতে সর্বশেষ খবর পর্যন্ত অন্তত ৪ লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন কমপক্ষে ১৩ হাজার। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মারা গেছেন নিউইয়র্কে, প্রায় ৬ হাজার। রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো বারবার বলছেন, তার রাজ্যে আক্রান্তের সংখ্যার তুলনায় রোগীর চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ যন্ত্র ভেন্টিলেটর কম। যা আছে তাও দ্রুতই ফুরিয়ে যাবে। নিউজার্সিসহ আরও কয়েকটি রাজ্যের গভর্নও একই ধরনের দাবি করেছেন। এরই মাঝে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা নাকি যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু ভেন্টিলেটর সংগ্রহ করছে অর্থাৎ কিনছে। দেশটির জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী এডওয়ার্ড আরগার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। ডেইলি মেইল অনলাইনের তথ্যানুসারে, যুক্তরাজ্যে সর্বশেষ খবর পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন অন্তত ৬ হাজার ১৫৯ জন। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্কুল অব মেডিসিনের এক গবেষণা অনুযায়ী, ইউরোপের মধ্যে করোনায় সবচেয়ে বেশি মারা যাবে যুক্তরাজ্যে, যা হবে ৬৬ হাজার। আর পুরো ইউরোপে এ ভাইরাসে মৃত্যু হবে ১ লাখ ৫০ হাজারের অধিক মানুষের। নতুন এ গবেষণার ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ থেকে ব্রিটেন ভেন্টিলেটর কিনছে বলে দেশটির জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী আরগার জানিয়েছেন। স্কাই নিউজকে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা ভেন্টিলেটর কিনছি।
শিরোনাম
- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই ভবনের মাঝ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
যুক্তরাষ্ট্র থেকে ভেন্টিলেটর কিনছে যুক্তরাজ্য
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর