বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র থেকে ভেন্টিলেটর কিনছে যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র থেকে ভেন্টিলেটর কিনছে যুক্তরাজ্য

বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে, দেশটিতে সর্বশেষ খবর পর্যন্ত অন্তত ৪ লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন কমপক্ষে ১৩ হাজার। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মারা গেছেন নিউইয়র্কে, প্রায় ৬ হাজার। রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো বারবার বলছেন, তার রাজ্যে আক্রান্তের সংখ্যার তুলনায় রোগীর চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ যন্ত্র ভেন্টিলেটর কম। যা আছে তাও দ্রুতই ফুরিয়ে যাবে। নিউজার্সিসহ আরও কয়েকটি রাজ্যের গভর্নও একই ধরনের দাবি করেছেন। এরই মাঝে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা নাকি যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু ভেন্টিলেটর সংগ্রহ করছে অর্থাৎ কিনছে। দেশটির জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী এডওয়ার্ড আরগার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। ডেইলি মেইল অনলাইনের তথ্যানুসারে, যুক্তরাজ্যে সর্বশেষ খবর পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন অন্তত ৬ হাজার ১৫৯ জন। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্কুল অব মেডিসিনের এক গবেষণা অনুযায়ী, ইউরোপের মধ্যে করোনায় সবচেয়ে বেশি মারা যাবে যুক্তরাজ্যে, যা হবে ৬৬ হাজার। আর পুরো ইউরোপে এ ভাইরাসে মৃত্যু হবে ১ লাখ ৫০ হাজারের অধিক মানুষের। নতুন এ গবেষণার ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ থেকে ব্রিটেন ভেন্টিলেটর কিনছে বলে দেশটির জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী আরগার জানিয়েছেন। স্কাই নিউজকে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা ভেন্টিলেটর কিনছি।

সর্বশেষ খবর