রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা

করোনার নমুনা নিয়ে পালাল বানর!

করোনার নমুনা নিয়ে পালাল বানর!

করোনা সংক্রমণ নিয়ে যেখানে গোটা বিশ্বের মানুষ হুমকির মুখে পড়েছে সেখানে করোনা রোগীদের রক্তের নমুনা ছিনিয়ে পালাল একটি বানর। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মেরুঠ মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়, হাসপাতালের ল্যাবে হঠাৎই উৎপাত শুরু করে একটি বানর। এরপর সেখানকার ল্যাব টেকনিশিয়ানের ওপর হামলা করে সেখান থেকে ৪ জন করোনাভাইরাস আক্রান্ত রোগীর রক্তের নমুনা রাখা শিশি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। চুরি করে নিয়ে যায় সার্জিক্যাল গ্লাভসও। এই ঘটনার একটি ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা গেছে, বানরটি মেরঠ হাসপাতাল চত্বরে একটি গাছের উপরে বসে চুরি করা সার্জিক্যাল গ্লাভসগুলো চিবিয়ে খাওয়ার চেষ্টা করছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বানরগুলো রক্তের ওই নমুনাগুলো ছড়িয়ে দিয়েছে কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত নন। তবে হাসপাতালের আশপাশের আবাসিক এলাকার লোকজন রক্তের নমুনা ছিটালে করোনার সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন।

মেরঠ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান ড. এসকে গর্গ বলেছেন, নমুনাগুলো কভিড পরীক্ষার নমুনা ছিল না। তবে রোগীদের থেকে কিছু রক্তের নমুনা রুটিন টেস্টের জন্য নেওয়া হয়েছিল। তিনি জানান, করোনাভাইরাসের নমুনাগুলো খোলা জায়গায় নয়, কোল্ড চেইন বাক্সেই সংরক্ষণ করা হয়। সেভাবেই সেগুলো নিয়েও যাওয়া হয়। তিনি বলেন, চুরি হওয়া ওই নমুনার মধ্যে কোনো লালারসের নমুনা নেই। এ কারণে স্থানীয়দের করোনা সংক্রমণ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সর্বশেষ খবর