রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা

‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে’

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে। এমনটাই মনে করেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গে। তিনি বলেন, ওয়াশিংটন ক্রমাগত বেইজিংকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপ নিয়েছে তাকে চীনের জন্য অস্বস্তিকর বলেও আখ্যায়িত করেন তিনি। শুক্রবার চীনের সেনাবাহিনীর এক সমাবেশে এসব কথা বলেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র যে ভূমিকা নিয়েছে তাতে চীনের এখন লড়াইয়ের মানসিক প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তিনি আরও বলেন, চীনা সেনাদের অবশ্যই যুদ্ধের মনোবল বাড়াতে হবে, যুদ্ধের জন্য সাহসী হতে হবে, যুদ্ধে ভালো করতে হবে এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য লড়াইকে ব্যবহার করতে হবে।

সর্বশেষ খবর