মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনা প্রতিরোধে মদ বিক্রি নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকায়

করোনার সংক্রমণের দিক থেকে সবচেয়ে বেশি যে কয়টি দেশ রয়েছে তার মধ্যে একটি দক্ষিণ আফ্রিকা অন্যতম। এ অবস্থায় দেশটি মহামারী রুখতে মদ বিক্রি নিষিদ্ধের ঘোষণা করেছে। জারি রয়েছে রাত্রীকালীন কারফিউ। এছাড়া জনসমাগমস্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় করোনার বিস্তার ঠেকাতে এর আগেও একবার মদ বিক্রি নিষিদ্ধ করা হয়ে ছিল।

প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, জাতীয় স্বাস্থ্য সুরক্ষা খাতে মদ বিক্রির নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে। দেশটির মোট করোনা সংক্রমিত মানুষের সংখ্যা আড়াই লাখ পার হওয়ার মধ্যেই ভাইরাসটির বিস্তাররোধে এসব নিষেধাজ্ঞা ফের জারি করল দক্ষিণ আফ্রিকা সরকার। এছাড়া দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ৪ হাজার পার হয়েছে। সরকারি পূর্বাভাসে বলা হচ্ছে, চলতি বছর শেষে এই সংখ্যাটা ৫০ হাজারে গিয়ে ঠেকবে। আফ্রিকা মহাদেশে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি হলো দক্ষিণ আফ্রিকা। চলতি সপ্তাহের শুরুতে দেশটিতে এক দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে।

সর্বশেষ খবর