বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নাভালনির বিষয়ে স্বচ্ছ তদন্তের আহ্বান ন্যাটো প্রধানের

নাভালনির বিষয়ে স্বচ্ছ তদন্তের আহ্বান ন্যাটো প্রধানের

রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনির বিষয়ে স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন ন্যাটো প্রধান। তিনি বলেছেন, জার্মান চিকিৎকরা ধারণা করেছে নাভালনিকে বিষপ্রয়োগ করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যদিও ক্রেমলিন এটিকে প্রত্যাখ্যান করেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কড়া সমালোচক নাভালনি বর্তমানে বার্লিনে চিকিৎসাধীন রয়েছেন। যেখানে চিকিৎসকরা জানিয়েছেন, ক্লিনিক্যাল পরীক্ষায় তার শরীরে বিষের আলামত মিলেছে।

নাভালনির সমর্থকরা দাবি করেছে, তাকে সাইবেরিয়ার বিমানবন্দরে চায়ের কাপে বিষপ্রয়োগ করা হয়েছে। রাশিয়া যদিও এ বিষয়ে কোনো তদন্ত শুরু করেনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বিষপ্রয়োগের প্রমাণ না পাওয়া পর্যন্ত কোনো অজুহাত দেওয়া যাবে না।

সর্বশেষ খবর