শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা
বিশ্ব স্পিকার সম্মেলনে ভারত

পাকিস্তান ছাড়া কেউই এভাবে কোনো সন্ত্রাসীকে গৌরবদান করে না

প্রতিদিন ডেস্ক

সংসদে বক্তৃতা দিয়ে প্রধানমন্ত্রী এক সন্ত্রাসীর প্রশংসাই শুধু করলেন না, তাকে ‘শহীদ’ বলেও আখ্যায়িত করলেন। ভয়ঙ্কর সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে ‘শহীদ’ বলে এভাবে গৌরবদান পাকিস্তানের মতো দেশেই সম্ভব, আর কোথাও নয়।

স্পিকারদের পঞ্চম বিশ্ব সম্মেলনে উত্তরদানের অধিকার পর্যায়ে ভারতের সংসদ লোকসভার স্পিকার ওম বিড়লা এই মন্তব্য করেন। সম্মেলনের দ্বিতীয় পর্ব আগামী বছর জেনেভায় হবে। ১৯-২০ আগস্ট অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজক জেনেভার ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ও অস্ট্রিয়ার সংসদ। জাতিসংঘের সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে সন্ত্রাস নিরসনে করণীয় বিষয়ে পাকিস্তান জাতীয় পরিষদ স্পিকারের মন্তব্যের জবাবে ভারত আরও বলেছে, কুখ্যাত সন্ত্রাসী হাফিজ সাঈদ, মাসুদ আজহার ও এহসানউল্লাহ এহসানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তান আগ্রহী নয়। এতেই প্রমাণ হয় দেশটি রাষ্ট্রীয় উদ্যোগে সন্ত্রাসকে প্রশ্রয় দেয়। ভারত জানায়, জাতিসংঘের অ্যানাইটিক্যাল সাপোর্ট স্যাংশনস মনিটরিং টিমের মতে বর্তমানে ৬ হাজার পাকিস্তানি নাগরিক সন্ত্রাসী কাজে জড়িত। দেশটির প্রধানমন্ত্রী স্বীকার করেছেন তার মাটিতে প্রায় ৪০ হাজার জঙ্গি রয়েছে। তাই, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত পাকিস্তানকে একঘরে করে রাখা। ‘জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ আছে এবং থাকবে’- এই প্রত্যয় ব্যক্ত করে ভারত বলেছে, ‘সীমান্তে সন্ত্রাস বন্ধ করতে পাকিস্তানকে আহ্বান জানাচ্ছি। আমাদের নমনীয়তাকে দুর্বলতার আলামত মনে করা ঠিক নয়।’

সর্বশেষ খবর