শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কারাগার থেকেই ভোট দিচ্ছে মার্কিন কয়েদিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিশেষ ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন কয়েদিরাও। এবারের নির্বাচনে জেলের ভিতরেই আগাম ভোট প্রয়োগ করছেন তারা। যদিও অপরাধ ও শাস্তির মাত্রার ওপর ভিত্তি করে ভোট দেওয়ার সুযোগ পান বন্দীরা। সেক্ষেত্রে গুরুতর অপরাধীদের ভোটাধিকার নেই দেশটিতে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে প্রায় ১ হাজার ৮০০ কারাগার রয়েছে। যেখানে কয়েদির সংখ্যা ১২ লাখের বেশি। দেশটির অন্যান্য নাগরিকদের মতো এসব কয়েদিদেরও রয়েছে ভোট দেওয়ার অধিকার। কোনো কোনো রাজ্যে কারাগারের সব কয়েদিই পান ভোটের সুযোগ। আবার কোনো রাজ্যে কয়েদিদের অপরাধ ও শাস্তির মাত্রার ওপর ভিত্তি করে দেওয়া হয় ভোটের সুযোগ। কারাগারের এক কয়েদি জানান, ‘এটাই আমার প্রথমবারের মতো ভোট দেওয়া।

সর্বশেষ খবর