মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ঘাতকরা রিমোট কন্ট্রোল অস্ত্র ব্যবহার করেছে

মোহসেন হত্যাকান্ড

ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেকে হত্যায় রিমোট কন্ট্রোল অস্ত্র ব্যবহার করেছে ঘাতকরা। তবে তার এই হত্যা পরিকল্পনা সম্পর্কে দেশটির গোয়েন্দারা আগেই জেনেছিল। কিন্তু তারা তা ঠেকাতে ব্যর্থ হয়েছে। এই দাবি করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী শামখানি। তিনি বলেন,  মোহসেনের ওপর ঠিক কোন জায়গায় হামলা হবে তাও তারা জানতেন, কিন্তু এ হত্যাকান্ডে ঘাতকরা একেবারে নতুন, পেশাদার এবং ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করেছে, তাই তা ঠেকানো যায়নি। তিনি বলেছেন মোহসেন হত্যার পেছনে যারা ছিল তারা দূর নিয়ন্ত্রিত ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করেছিল এবং ঘটনাস্থলে কেউ উপস্থিত ছিল না। ইরান এর আগে বলেছিল, তেহরানের কাছে আবসার্দ শহরে একদল আক্রমণকারী মোহসেনের গাড়ির ওপর গুলিবর্ষণ করে এবং এরপর দেহরক্ষীদের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। কিন্তু এখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি বলছে, মোহসেনকে একটি দূরনিয়ন্ত্রিত মেশিনগান দিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’ জড়িত বলে ধারণা করা হচ্ছে। বিবিসি

সর্বশেষ খবর