বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

তিন বার করোনায় আক্রান্ত ১০১ বছর বয়সী বৃদ্ধা

তিন বার করোনায় আক্রান্ত ১০১ বছর বয়সী বৃদ্ধা

ইতালির নাগরিক মারিয়া অরসিঙ্গারের বয়স ১০১ বছর। স্প্যানিশ ফ্লু, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর এ বছর তিনবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েও বেঁচে আছেন তিনি। অরসিঙ্গারের করোনায় এতবার আক্রান্ত হওয়া ও সুস্থ হওয়ার এই বিরল ঘটনা অবাক করেছে চিকিৎসকদেরও। মহামারীর শুরুর দিকে অর্থাৎ গত ফেব্রুয়ারিতে তার শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। তার মেয়ে কার্লা বলেন, ফেব্রুয়ারিতে সোন্দালোর এক হাসপাতালে ভর্তি করতে হয়েছিল মাকে। সেবার সুস্থ হওয়ার পর জুলাইয়ে নিজের ১০১তম জন্মদিন উদযাপন করেন অরসিঙ্গার। কিন্তু সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো আক্রান্ত হয়েছেন তিনি। এবার ১৮ দিন হাসপাতালে ছিলেন। গত শুক্রবার ফের করোনায় আক্রান্ত হন অরসিঙ্গার।

সর্বশেষ খবর